স্পোর্টস ডেস্ক:: সিয়াম, সাধনার মাস পবিত্র রমজান আসন্ন। রমজান চলাকালেও যথারীতি ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলসহ ফুটবলের সব আয়োজনই চলবে। প্রিমিয়ার কর্তৃপক্ষ এমার রমজান মাসে ইফতারের সময় বিরতি দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
রোজা রাখা ফুটবলাররা ইফতারের সময় ম্যাচ থামিয়ে ইফতার করতে পারবেন। রেফারি ইফতারের সময় বিরতির বাঁশি বাজাবেন। স্কাই স্পোর্টস জানিয়েছেন এমন খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে একাধিক মুসলিম ফুটবলার খেলে থাকেন।
মোহাম্মদ সালাহ, এনগেলো কন্তে, রিয়াদ মাহরেজরা রোজা রাখেন নিয়মিত। ইসলাম ধর্মের এই ফুটবলাররা ইসলামের খেদমতও করেন নিয়মিত। রমজানে প্রিমিয়ার লিগের ম্যাচ আয়োজনে তাদের জন্য তাই ইফতারিতে ম্যাচে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রিমিয়ার লিগের রেফারি বডি থেকে ম্যাচ অফিসিয়ালদের ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাবগুলোকেও ম্যাচের আগে রোজাদার ফুটবলারদের তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। ইফতারের নির্দিষ্ট সময়ে রেফারি বিরতি দেবেন। রোজাদার ফুটবলাররা তরল জাতীয় খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করতে পারবেন।
বছর দুই আগে ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রোজাদার ফুটবলাররা ইফতারের সময় রোজার ভাঙছিলেন। লেস্ট সিটি ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ তখন কিছু সময় বন্ধ থাকে। ফুটবলারদের ইফতার করতে দেখে লেস্টার সিটির গোলরক্ষক ভিসেন্তে গেয়াতা গোল কিক নিতে বেশ কিছু সময় নেন। যাতে করে এই সময়ের মধ্যে ক্রিস্টাল প্যালেসের ওয়েসলি ফোফানা ও চেইকু কুয়াতো ইফতার সেরে নিতে পারেন।
গত বছরও ইফতারের জন্য বার্নলি ও সাউদাম্পটন ম্যাচে ইফতারের জন্য বিরতি দেওয়া হয়। আগামিকাল থেকে ইংল্যান্ড পবিত্র রমজানের রোজা শুরু হবে। রোজার প্রথম দিনেই ম্যানচেস্টার সিটি ও লিভারপুল মুখোমুখি হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post