নিজস্ব প্রতিবেদকঃ উত্তেজনাপূর্ণ ম্যাচে ফের আফগানিস্তানের সঙ্গে ড্র করল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচের দ্বিতীয়টিতেও কেউ জেতে নি। অর্থাৎ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও হয়েছে ড্র। বৃহস্পতিবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ গোলে শেষ হয়ে ম্যাচ। বিকেল ৫টা শুরু হওয়া ম্যাচে মাঠ থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে ডাগআউটে। তাতে লাল কার্ড দেখেন দুই দলের দুই কোচ।
গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫২ মিনিটে কর্নার থেকে জাভার সারজা আফগানিস্তানকে এগিয়ে দেন। পিছিয়ে পড়ার দশ মিনিটের মধ্যেই বাংলাদেশ ম্যাচে সমতা আনে। গত ম্যাচে সহজ সুযোগ মিস করা উদীয়মান তারকা শেখ মোরসালিন আজ ভুল করেন নি। ডান প্রান্ত থেকে বিশ্বনাথ ঘোষের বাড়ানো বলে গোল করেন তিনি।
এর আগে ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ অর্ধে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে দুই দলের ডাগআউট। আফগানিস্তানের কুয়েতী কোচ আব্দুল্লাহ আল মুতাইরী নিজ ডাগ আউট ছেড়ে বাংলাদেশের ডাগ আউটের দিকে তেড়ে আসেন। বাংলাদেশের কোচিং স্টাফরাও বাক-বিতন্ডায় লিপ্ত হন। দুই-এক মিনিট ধরে হাল্কা ধস্তাধস্তিও হয় দুই পক্ষের মধ্যে।
ম্যাচ পরিচালনায় নিয়োজিত নেপালী রেফারিরা অবশ্য পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুনকে সরাসরি লাল কার্ড দেখান। লাল কার্ড দেখানো হয় আফগান কোচ আব্দুল্লাহ আল মুতাইরীকেও। লালকার্ড দেখে নিজেদের খেলোয়াড়দেও মাঠ ছেড়ে আসার ইশারা করেছিলেন তিনি। তবে পরে খেলোয়াড়রাই খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘড়ির কাটা ৩০ মিনিটে পৌঁছালে শুরু হয় অঝড় ধারায় বৃষ্টি। তাতে খেলার স্বাভাবিক ছন্দে পতন ঘটে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০