স্পোর্টস ডেস্কঃ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে হারিয়ে লিগ টেবিলে দুই নম্বরে উঠে এলো ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দল ব্যবধান কমাল লিভারপুলের সঙ্গে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে কমিউনিটি স্টেডিয়ামে সিটি ৩-১ গোলে জয় পেয়েছে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। ব্রেন্টফোর্ডের হয়ে গোল করেছেন নিয়াল মুপে। আর সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন ফিল ফোডেন।
ম্যাচের পর সিটি কোচ পেপ গার্দিওলার কণ্ঠে উচ্ছ্বসিত প্রশংসা ফোডেনের। তিনি বলেন, ‘আমার মনে হয়, ফিল (ফোডেন) তার ক্যারিয়ারের সবচেয়ে প্রভাববিস্তারি পারফরম্যান্স দেখাচ্ছে এই মৌসুমেই। গোল করছে, গোল বানিয়ে দিচ্ছে; সবই করছে। নিজের স্বাভাবিক কাজটুকু করেই দারুণ আগ্রাসী সে। প্রতিপক্ষের পক্ষে গেলেই সে বিপজ্জনক হয়ে উঠছে এবং গোলের স্বাদ পাচ্ছে। সবসময়ই জায়গামতো থাকে সে।’
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২১ মিনিটে পিছিয়ে পড়েছিল সিটি। গোলপোস্টে অনেকটা সময় যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ান ব্রেন্টফোর্ডের গোলরক্ষক মার্ক ফ্লেকেন। দলের গোলেও আছে তাঁর অবদান। ৩০ বছর বয়সী ডাচ গোলরক্ষক ২১তম মিনিটে গোল কিক নেন উঁচু করে, মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন নিয়াল মুপে। তাকে আটকানোর মতো কেউ ছিল না।
আক্রমণ, পাল্টা আক্রণের পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে সিটিকে সমতায় ফেরান ফোডেন। চোট কাটিয়ে শুরুর একাদশে ফেরা কেভিন ডি ব্রুইনের ক্রস বক্সে হেডে ক্লিয়ার করতে পারেনি ব্রেন্টফোর্ডের ডিফেন্ডার। বল বুক দিয়ে নামিয়ে কাছ থেকে বাঁ পায়ের শটে জালে পাঠান ফোডেন। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না ফ্লেকেনের।
ফোডেনের দ্বিতীয় গোলটি ছিল ম্যাচের ৫৩ মিনিটে। আরেকবার ডি ব্রুইনের ক্রস থেকে গোলের জোড়া পূর্ণ করেন তিনি। আর বাকি গোলটি ইংলিশ মিডফিল্ডার করেছেন ৭০ মিনিটে। আর্লিং হালান্ডের পাস ধরে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান তিনি। প্রিমিয়ার লিগে ফোডেনের দ্বিতীয় হ্যাটট্রিক এটি। প্রথমটি করেছিলেন ২০২২ সালের অক্টোবরে।
২২ ম্যাচে ১৫ জয় ও ৪ ড্রয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হলো ৪৯। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তিনে আছে আর্সেনাল, মিকেল আর্তেতার দল একটি ম্যাচ বেশি খেলেছে। আর্সেনালের সমান ২৩ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ২২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post