স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের বিপরীতে নিজেদের প্রথম ইনিংসে জবাবটা বেশ ভালোভাবেই দিচ্ছে ভারত। শুভমান গিলের সেঞ্চুরির পর বিরাট কোহলির ফিফটিতে স্বস্তিদায়ক অবস্থানে আছে স্বাগতিকরা। যদিও এখনও পিছিয়ে আছে ১৯১ রানে।
আগের দিন বিনা উইকেটে ৩৬ রান নিয়ে শেষ করেছিল ভারত। সেখান থেকেই দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল আবার ব্যাট করতে নামেন আজ। দুজনের উদ্বোধনী জুটি ভাঙে ৭৪ রানের মাথায় অধিনায়ক রোহিতের বিদায়ে। ম্যাথু কুহেনম্যানের বলে আউট হওয়ার আগে ৩৫ রান করেন রোহিত।
দ্বিতীয় উইকেটে ১১৩ রানের দারুণ জুটি গড়েন গিল ও চেতেশ্বর পূজারা। ১২১ বলে ৩ বাউন্ডারিতে ৪২ রান করে পূজারা আউট হলে সেই জুটি ভাঙে। এরপর তৃতীয় উইকেটে কোহলিকে সাথে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন গিল। শেষ বিকেলে গিল আউট হলেও, এর আগে পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সব মিলিয়ে শেষ দশ আন্তর্জাতিক ইনিংসের পাঁচটিতেই হাঁকালেন সেঞ্চুরি। সেঞ্চুরি পূরণ করে ১২৮ রানে আউট হন তিনি। ২৩৫ বলের ইনিংসে ১২ বাউন্ডারি ও ১ ছয় হাঁকিয়েছেন।
দলীয় ২৪৫ রানে তৃতীয় উইকেট হারানোর পর দিনের বাকিটা সময়ে আর কোনো উইকেট হারায়নি ভারত। কোহলি ও রবীন্দ্র জাদেজার ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে ভারত। দলের পক্ষে ফিফটি হাঁকিয়ে ৫৯ রানে অপরাজিত আছেন কোহলি। আর ১৬ রানে অপরাজিত জাদেজা।
অস্ট্রেলিয়ার হয়ে কুহেনম্যান, নাথান লায়ন ও টড মারফি একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post