স্পোর্টস ডেস্ক::দ্রুত তিন উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিলো নিউজিল্যান্ড। চতুর্থ উইকেটে ব্লান্ডেল ও নিকোলাস ৯৫ রানের জুটি গড়ে ছিলেন।
দলীয় ১৩১ রানে ইনিংসের ২৭ত ওভারের দ্বিতীয় বলে খালেদ ৪৯ রান করা নিকোলাসকে সাজঘরে পাঠালে ভাঙে তাদের জুটি। এরপরই মেহদী হাসান তুলে নিয়েছেন আরেকটি উইকেট। খালেদের ব্রেক থ্রু পরপরই মেহদী ১০ রান করা রাচিন রবীন্দ্রকে সাজঘরে পাঠিয়েছেন ৩১ ওভারের প্রথম বলে দলীয়১৫৭ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩০.১ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান। ৬৭ রানে অপরাজিত আছেন টম ব্লান্ডেল।
টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরে টাইগাররা। ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে মোস্তাফিজের শিকারে দলীয় ১৫ রানে সাজঘরে ফিরেন ওপেনার উইল ইয়ং। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।
আরেক ওপেনার ফিন অ্যালিনকেও দ্রুত প্যাভেলিয়নে ফেরত পাঠান এই পেসার। ৭ম ওভারের প্রথম বলে দলীয় ২৬ রানের মাথায় ১৫ বলে ১২ রান করে সাজঘরে ফিরেন এই ওপেনার। এরপরই খালেদ তুলে নেন অভিষিক্ত উইকেট। তার শিকারে ৮ম ওভারের পঞ্চম বলে দলীয় ৩৬ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় সফরকারীরা। ১৪ রানে সাজঘরে ফিরেন চাদ বস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post