Home ফুটবল ক্লাব ফুটবল গোলের সেঞ্চুরি করে ১৩১ বছরের ইতিহাসে সালাহ’র ‘রেকর্ড’

গোলের সেঞ্চুরি করে ১৩১ বছরের ইতিহাসে সালাহ’র ‘রেকর্ড’

0
48

স্পোর্টস ডেস্ক:: মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ রীতিমতো উড়ছেন। মাঠে নামছেন গোল করছেন। আর তাতেই ১৩১ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অ্যানফিল্ডে টানা নয় ম্যাচ গোল করলেন তিনি। তাতে তার নিজেও গোলের সেঞ্চুরি হয়ে গেছে। লিভারপুলের মাঠে শততম গোলের স্বাদ পেলেন এই তারকা।

ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারানোর ম্যাচে মোহাম্মদ সালাহ এই কীর্তি গড়েছেন। লিভারপুরের ইতিহাসে ১৩১ বছরের মধ্যে অ্যানফিল্ডে টানা নয় ম্যাচ গোল করতে পারেননি কেউ।নিজের এমন রেকর্ডের দিনে দলকেও জিতিয়েছেন তিনি।

ম্যাচের প্রথমার্ধেই রেকর্ডটি করেন সালাহ। ১৩তম মিনিটে ভার্জিল ফন ডাইকের হেড থেকে পাওয়া বল দারুণ ফিনিশিংয়ে ব্রেন্টফোর্ডের জালে জড়ান তিনি। তার আগে অবশ্য সেঞ্চুরি করেছেন আরেকজন। আলিসন বেকার গোল না খাওয়ার (১০০তম ক্লনি শিট)’র মালিকা।

অ্যানফিল্ডের এই জয়ে টানা পাঁচ জয় তুলে নিয়ে লিভারপুল। ব্রেন্টফোর্ড লিভারপুলের কাছে হারলেও লড়াই করেছে সমানে সমান। তবে শেষ পর্যন্ত সালাহ’র কাছেই হেরেছে দলটি। মিশরীয় তারকার একমাত্র গোলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের পাঁচে থাকা লিভারপুল। ৩৫ ম্যাচে ১৮ ম্যাচ জেতা দলটির পয়েন্ট ৬২। রাতের অন্য ম্যাচে ম্যানচেস্টার সিটি লিডসকে হারিয়ে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। ব্রেন্টফোর্ড ৩২ ম্যাচ খেলে ১২ ম্যাচ জিতে ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে আছে।

রাতের ম্যাচে লিভারপুল-ব্রেন্টফোর্ড লড়াই করেছে সমানে সমান। সালাহদের দল ৫৩ ভাগ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলো। তাদের ৩৭৭ পাসের বিপরীতে ব্রেন্টফোর্ডের পাস ছিলো ৩২৭।

ম্যাচের শুরুতেই মিশরীয় তারকার গোলে লিড নেয় লিভারপুল। ১৩তম মিনিটে দারুণ এক গোলে সালাহ এগিয়ে দেন দলকে। পিছিয়ে পড়া ব্রেন্টফোর্ড প্রথমার্ধে আর সমতায় ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদেরকে।

বিরতির পর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে উঠে। তবে কাঙ্খিত গোলের দেখা পায়নি কেউই। প্রথমার্ধে সালাহ’র করা একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here