স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে লুটন টাউনের বিপক্ষে কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবারের ম্যাচটি ১-০ গোলে জিতেছে তারা। লিগে টানা দ্বিতীয় জয় পেল এরিক টেন হাগের দল। ১২ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।
লিভারপুলকে রুখে দেওয়া লুটন এই ম্যাচে ইউনাইটেডের ঘরের মাঠেও বেশ চাপ তৈরি করে খেলেছে। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এসে ডেডলক খোলে। ৫৯ মিনিটে গোল করেন ইউনাইটেডের সুইডিশ সেন্টারব্যাক ভিক্টর লিন্ডেলফ। ম্যাচ শেষে দলের গোল মিসের মহড়ায় হতাশ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ।
ইউনাইটেড কোচ এরিক টেন হাগ মনে করেন, তাদের ভুলেই ম্যাচটা কঠিন হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘আমরা অনেক সুযোগ তৈরি করেছি এবং যদি গোল করতে পারতাম, তাহলে আমাদের কাজটা আরও সহজ হয়ে যেত। আমার চোখে প্রথমার্ধে চারটি শতভাগ গোলের সুযোগ ছিল। প্রথম একটা গোল করতে পারলে দ্বিতীয় গোলও হয়ে যায় আর তখন কাজটা সহজ হয়ে যায়।’
এই জয়ে ১২ ম্যাচে ৭ জয়ে ২১ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ইউনাইটেড। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে লুটন। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে টটেনহ্যাম। আর্সেনাল ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post