নিজস্ব প্রতিবেদকঃ টানা হারের বৃত্ত ভাঙ্গতে পারছে না সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে আসরে নিজেদের প্রথম ম্যাচে দেখেছিল বড় হার। আজ ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচেও হারের শঙ্কায় স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে অলআউট হয়েছে মাত্র ১২৫ রানে।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় সিলেট স্টাইকার্স। ওভারের তৃতীয় বলেই কাইল মেয়ার্সকে বড় শট খেলতে গিয়ে তামিমের হাতে ধরা পড়েন রনি তালুকদার। কোন রান না করেই ফিরতে হয় তাকে।
এরপর টিকতে পারেন নি কর্নওয়ালও। একাদশে সুযোগ পাওয়া এই ক্যারিবিয়ান ফেরেন ১২ বলে ১৮ রান করেই। ইনিংস বড় করতে পারেন নি জর্জ মানজিও। জাকির হাসান থিতু হয়েছিলেন ঠিকই, তবে ২৬ বল খেলে ২৫ রানের বেশি করতে পারেন নি তিনি। জাকের আলি ৪ বল খেলে মাত্র এক রান করেই সাজঘরে ফেরেন। তানজিম হাসান সাকিব ফেরার আগে করেন ৫ বলে ১ রান।
৮৯ রানে ৮ উইকেট হারিয়ে দল যখ খাদের কিনারায়, ঠিক তখনই ব্যাট হাতে জ্বলে ওঠেন আরিফুল হক। ২৯ বলে ৩৬ রান করে ফাহিম আশরাফের বলে তার হাতেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ইনিংসের ১০ বল বাকি থাকতেই ১২৫ রানে অলআউট হয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বরিশালের হয়ে রিশাদ ও জাহানদাদ নেন ৩টি করে উইকেট। এ ছাড়া ফাহিম আশরাফ ২টি, শাহিন আফ্রিদি ও কাইল মেয়ার্স নেন একটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০