স্পোর্টস ডেস্কঃ আইপিএলে জয়ের ধারায় ফিরল কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার সানজাইজার্স হায়দ্রাবাদকে শেষের রোমাঞ্চে হারাল সাবেক চ্যাম্পিয়নরা। ৫ রানে জিতেছে নিতিশ রানার দল। শেষ ওভারে দারুণ বোলিং করেছেন কলকাতার বরুণ চক্রবর্তী।
হায়দ্রাবাদের রাজীব গান্দি স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৭১ রান করে কলকাতা। জবাব দিতে নেমে স্বাগতিকদের ইনিংস থেমেছে ১৬৬ রানে। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ৯ রান। চক্রবর্তীর করা সেই ওভারের তৃতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়েন ১৮ বলে ২১ রান করা আব্দুল সামাদ। শেষ হয়ে যায় হায়দ্রাবাদের জয়ের আশা।
শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে পারেন নি ভুবনেশ্বর কুমার। আসরের চতুর্থ জয় পেয়ে যায় কলকাতা। ১০ ম্যাচে তাদের পয়েন্ট হলো ৮। আছে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। অন্যদিকে হায়দ্রাবাদ ৯ ম্যাচ খেলে জিতেছে মাত্র তিনটিতে। তারা আছে টেবলের নয় নম্বরে।
কলকাতার করা ১৭১ রান তাড়া করতে নেমে ১১ বলে ১৮ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। আরেক ওপেনার অভিষেক ওপেনার ৯ রানের বেশি করতে পারেন নি। রাহুল ত্রিপাঠি ৯ বলে ২০ রান করেন। টিকতে পারেন নি হ্যারি ব্রুকও। রানের খাতাই না খুলেই বিদায় নেন তিনি। এরপর ৭০ রানের জুটি গড়েন দুই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার অ্যাইডেন মার্করাম এবং হেইনরিখ ক্লাসেন।
মাত্র ২০ বলে ৩৬ রান করেন ক্লাসেন। ৪০ বলে ৪১ রান করেন মার্করাম। তাঁর বিদায়ের পর চাপে পড়ে হায়দ্রাবাদ। আর সেই চাপ সামাল দিতে পারেন নি সামাদ-ভুবনেশ্বররা। কলকাতার হয়ে ভিভব আরোরা ও শার্দুল ঠাকুর নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন হারশিত রানা, অনুকূল রয়, আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী।
এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে কলকাতার শুরুটা ভালো হয়নি। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। চোট কাটিয়ে একাদশে ফেরা জেসন রয় করেন ২০ রান। ৩১ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিতিশ। ১৫ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন রাসেল। রিঙ্কু সিংয়ের ৩৫ বলে খেলা ৪৬ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় কলকাতা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০