স্পোর্টস ডেস্কঃ চলতি মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পবিত্র ঈদ-উল-ফিতরের পর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসে পা রাখবে পাক যুবারা। চার দিনের একটি ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।
সিরিজ খেলতে আগামী ২৬ এপ্রিল ঢাকায় পা রাখবে পাকিস্তানের যুব দল। এরপর সেখান থেকে চলে যাবে সরাসরি চট্টগ্রামে। আগামী ৩০ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার লাল বলের একমাত্র ম্যাচটি শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
সেই ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের অধিনায়কত্বের দায়িত্বে আহরার আমিন। যিনি কিনা সবশেষ শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সাথে ত্রিদেশীয় সিরিজ জয় দলের অধিনায়কের দায়িত্বেও ছিলেন।
চার দিনের একটি ম্যাচের পর যথাক্রমে ৬ ও ৮ মে ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচও হবে সেখানে। এরপর দুই দল পাড়ি জমাবে রাজশাহীতে। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে যথাক্রমে ১১, ১৩ ও ১৫ মে সিরিজের বাকি তিন ওয়ানডে খেলবে তারা। সবশেষ একই ভেন্যুতে ১৭ মে হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
চার দিনের ম্যাচের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল
আহরার আমিন (অধিনায়ক), আশিকুর রহমান, আদিল বিন সিদ্দীক, মাজহারুল ইসলাম, শাহরিয়ার সাকিব, শিহান জেমস, জাকারিয়া ইসলাম, সিয়াম হোসেন, পারভেজ রহমান, ওয়াসি সিদ্দীক, মাহফুজুর রহমান, রাফিউজ্জামান, রোহানাত, ইকবাল হোসেন, শিহাব ও একান্ত শেখ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা