নিজস্ব প্রতিবেদক:: এক দিন আগেই দুর্বার রাজশাহীর দেশী ক্রিকেটাররা পেমেন্টের চেক হাতে হাসি মুখে ছবি তুলে পোস্ট দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার জানা গেলো আবারো প্রতারিত হয়েছে হয়েছেন। সেই চেক বাউন্স করেছে। পর্যাপ্ত টাকার অভাবে মঙ্গলবার বিকেল পর্যন্ত কোনো ক্রিকেটারের একাউন্টেই টাকা জমা হয়নি।
পারিশ্রমিক নিয়ে রাজশাহীর টিম ম্যানেজম্যান্ট রীতিমতো ছেলেখেলা করছে ক্রিকেটারদের সাথে। দিমু, দিচ্ছি বলে পুরো বিপিএল শেষ করে ফেলছে। বার বার চেক বাউন্সও হচ্ছে। পারিশ্রমিক না পেয়ে রোববার রপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ খেলেননি দলটির বিদেশী ক্রিকটাররা। বিসিবির বিশেষ অনুমতি নিয়ে দেশীয় ক্রিকেটারদের দিয়ে একাদশ সাজায় রাজশাহী।
সেদিন রংপুরের ম্যাচের আগে দেশীয় ক্রিকেটারদের চেক দেওয়া হয়। সেই চেক পেয়ে দেশী ক্রিকেটাররা ম্যাচ খেলেন। পরদিন সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ খেলে রাজশাহী। সেই ম্যাচে মাঠে পাঁচজন বিদেশী এলেও একাদশে ছিলেন দুই বিদেশী ক্রিকেটার। সিলেটকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে থাকে রাজশাহী।
রোববার পাওয়া চেক ক্রিকেটাররা ব্যাংকে জমা দিয়েছেন। মঙ্গলবার বিকেল পর্যন্ত সেই চেকের টাকা তাদের একাউন্টে জমা হয়নি। এ নিয়ে রাজশাহীর একজন ক্রিকেটার একটি গণমাধ্যমকে বলেন, ‘ভাই, শরীর খুব ভালো। কিন্তু অন্য কিছু তো ভালো নেই।’
রংপুর রাইডার্সের বিপক্ষে নাটকীয় জয়ের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন আহমেদ চেক পাওয়ার প্রসঙ্গে মজা করে বলেছিলেন, ‘মিরপুরের উইকেটের মতো চেক বাউন্স না করলেই হয়…।” শেষ পর্যন্ত তাসকিনের শঙ্কাই সত্যি হলো।
রাজশাহীর কয়েকজন ক্রিকেটার একটি গণমাধ্যমকে মঙ্গলবার দুপুর পর্যন্ত টাকা জমা হয়নি জানিয়ে বলেন, “চেক জমা দিয়েছিলাম কালকে (সোমবার)। তবে টাকা এখনও একাউন্টে আসেনি।
আরেকজন ক্রিকেটার বলেন, “শরীর খুব ভালো। কিন্তু অন্য কিছু তো ভালো নেই। আপনারাও নিশ্চয়ই জেনে গেছেন টাকা যে এখনও পাইনি। চেক আবার বাউন্স করেছে। আর তো আশা দেখছি না। ব্যাংকে ফোন করে যে খোঁজ নেব, সেটাও কেমন একটা লাগছে।”
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০