চেন্নাই-গুজরাট ম্যাচের প্রাপ্তি ৪২ হাজার গাছ!

0
73

স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ষোড়শ আসরের ফাইনাল নিশ্চিত করল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সের বিপক্ষে ১৫ রানে জিতেছে মাহেন্দ্র সিং ধোনির দল। আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাটের বিপক্ষে ১৭২ রান করে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই। জবাব দিতে নেমে হার্দিক পান্ডিয়ার দল থামে ১৫৭ রানে।

প্লে-অফের প্রতিটি ম্যাচে প্রতি ডট বল পিছু ৫০০টি করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আর এমন উদ্যোগের ফলে গতরাতের প্রথম কোয়ালিফায়ারে হাজার হাজার গাছের জন্ম হয়েছে। এই ম্যাচের দুই ইনিংস মিলিয়ে বল ডট হয়েছে ৮৪টি। প্রত্যেক বলের মাথাপিছু ৫০০ গাছ হলে গাণিতিক হিসেবে ৪২ হাজার গাছের জন্ম হয়েছে চেন্নাই-গুজরাট ম্যাচে!

বিসিসিআইয়ের এমন প্রকৃতি প্রেমের উদ্যোগ নজর কেড়েছে সবার। প্রশংসা হচ্ছে সর্ব মহলে। এদিকে আইপিএল সম্প্রচার সংস্থা ডট বলের জায়গায় ব্যবহার করা শুরু হয়েছে গাছের ইমোজি। পরে তারা তাকে নাম দিয়েছে ‘গ্রিন ডট বলস’ হিসেবে। এবারের আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো বিশেষ উদ্যোগ নিয়েছে একাধিক সচেতনতার প্রসারের জন্য।

লিগ পর্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সবুজ জার্সি পরে খেলতে নামে। যা তৈরি করা হয়েছিল পরিত্যক্ত সামগ্রী থেকে। এছাড়া ক্যান্সার রোগীদের পাশে থাকার জন্য গুজরাট তাদের লিগ ম্যাচের একটিতে বিশেষ জার্সি পরেছিল। তৃতীয় লিঙ্গদের সম্মান জানাতে দিল্লি তাদের শেষ ম্য়াচে রংধনু রঙের জার্সি পরেছিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here