স্পোর্টস ডেস্কঃ চেন্নাইয়ে প্রথম দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ২৩ ওভার খেলা হয়েছে। যেখানে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান করেছে ভারত। ৩৭ রান নিয়ে উইকেটে আছেন যশস্বী জয়সওয়াল ও ৩৩ রানে অপরাজিত ঋষভ পান্ত।
টস জিতে ফিল্ডিং করতে নেমে হাসান মাহমুদ দারুণ বল করেছেন। ষষ্ঠ ওভারে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান তিনি। পরের ওভারে আউট করেন শুভমান গিলকে। টানা তৃতীয় ওভারে তরুণ পেসারের তৃতীয় শিকার হন বিরাট কোহলি। এরপর অবশ্য আর আনন্দের উপলক্ষ পায়নি বাংলাদেশ। পাল্টা আক্রমণের পথে হাঁটেন জয়সওয়াল ও পান্ত। ওভারপ্রতি প্রায় ৪ রান করে নেন দুই বাঁহাতি ব্যাটার।
চেন্নাইয়ে সকালের শুরুটা দারুণভাবে করে বাংলাদেশের পেসাররা। টস জিতে প্রথমে বোলিংয়ে নেমে শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চাপে রাখেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে ১০ বলে ৬ রান করা রোহিতকে ফেরান হাসান। স্টাম্পের ভেতরে রাখা বল রোহিত একটু বেশি সাবধানে ডিফেন্স করতে গিয়ে পুরো ব্যাটে পাননি। ব্যাটের কানা নিয়ে বল জমা পড়ে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে।
ইনিংসের অষ্টম ওভারে ফের বল হাতে নিয়ে শুভমান গিলকেও শিকারে পরিণত করেন হাসান। এই আউটটার দায় অবশ্য গিলের নিজের। হাসানের বলটি গিলের পায়ের পাশ দিয়ে বের হয়ে যাচ্ছিল। গিল ব্যাট চালিয়েছিলেন। বল তার ব্যাটের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ৮ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি গিল। এরপর হাসান ফেরান বিরাট কোহলিকে। হাসানের বল ড্রাইভ করতে গিয়ে উইকেটরক্ষক লিটনের কাছে ক্যাচ দিয়ে ফেরেন বিরাট। ৬ বলে ৬ রান করে ফেরেন তিনি। তবে এরপর দলের হাল ধরেন পান্ত এবং জয়সওয়াল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০