নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ে লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হবে ম্যাচটি। লেবানন বাংলাদেশের চেনা প্রতিপক্ষই। মাস তিনেক আগে ভারতের ব্যাঙ্গালোরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে রক্ষণে দারুণ দৃঢ়তা দেখিয়েছিল দল। এবার ঘরের মাঠে তাদের চোখে চোখ রেখে লড়াই করতে আশাবাদী বাংলাদেশ কোচ হাবিয়ের কাবরেরা।
সোমবার সংবাদ সম্মেলনে কাবরেরা বলেন, ‘আমরা জানি গত সাফের পর লেবানন দলে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছু খেলোয়াড় বদল হয়েছে। তবে তাদের দলেও ভালো খেলোয়াড় আছে। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং ম্যাচ। আগামীকালের ম্যাচ নিয়ে আমরা ভীষণ রোমাঞ্চিত। আমরা জানি, লেবাননের বিপক্ষে আমরা লড়াই করতে পারি। তাদের পর্যায়ে খেলতে পারি। নিজেদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী আছি। ৩ পয়েন্টের জন্য ওদের বিপক্ষে আমরা হাড্ডাহাড্ডি লড়াই করার ব্যাপারে আশাবাদী।’
বাছাইয়ে ‘আই’ গ্রুপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৭-০ গোলে। তবে এই ম্যাচে বাংলাদেশের কোচের দৃষ্টিতে প্রাপ্তিও রয়েছে। সেই প্রাপ্তিই কাজে লাগাতে চান লেবানন ম্যাচে। কাবরেরা বলেন, ‘ফল বাদ দিয়ে সেখান থেকে নেওয়ার অনেক কিছুই আছে আমাদের। ছেলেদেরকে আগেও আমি এটা বলেছিলাম। যতটা সম্ভব পরিস্থিতি অনুযায়ী আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। ছেলেদের ভালো অভিজ্ঞতা হয়েছে। তবে আমি মনে করি, অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের ইতিবাচক প্রভাবই থাকবে সামনের ম্যাচে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post