স্পোর্টস ডেস্ক:: পবিত্র মাহে রমজানে রোজাদারদের জন্য দারুণ এক উদ্যোগ নিলো চ্যাম্পিয়ন্স ট্রফির সহ আয়োজক এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমিরেট বোর্ডের অধীনে দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলো অনুষ্টিত হবে। ভারতের একটি গ্রুপ পর্বের ম্যাচ এবং দলটির সেমিফাইনাল ম্যাচ দুবাইয়ে অনুষ্টিত হবে। ভারত ফাইনালে গেলে ফাইনাল ম্যাচটিও দুবাইয়ে হবে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত দেশটিতে যেতে অস্বীকৃতি জানানোর কারণে তাদের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন হচ্ছে। রোববার নিউজিল্যান্ড–ভারত গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও আগামী ৪ মার্চ একই মাঠে প্রথম সেমিফাইনালও অনুষ্ঠিত হবে। এরপর রোহিত শর্মারা ফাইনালে গেলে ফাইনাল ম্যাচটিও হবে। মধ্যপ্রাচ্যে রমজান মাস আগামীকাল থেকে শুরু হতে পারে। তাই দু’টি ম্যাচের পাশাপাশি তিন ম্যাচটি দুবাইয়ে পবিত্র রমজানে হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোজাদারদের জন্য তাই এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিনামূল্যে ইফতারের ব্যবস্থা রেখেছে। ইসিবি বিষয়টি নিশ্চিত করে এক বার্তায় জানিয়েছে, পবিত্র রমজানে চ্যাম্পিয়নস ট্রফির খেলা দেখতে মাঠে আসা দর্শকদের ইফতার নিয়ে ভাবতে হবে না। ইসিবির পক্ষ থেকে গ্যালারিতে বিনা মূল্যে ইফতার বক্স সরবরাহ করা হবে।
রমজানে দর্শকদের ইফতার নিয়ে দুশ্চিন্তা না করার জন্য ইসিবির এক্স পোস্টে ইফতার সরবরাহের বিষয়টি নিশ্চিত করে লিখেয়, ‘রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে, চ্যাম্পিয়নস ট্রফিতে দুবাইয়ে বাকি ম্যাচগুলোয় রোজাদার দর্শকের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে। যা শুরু হবে ২ মার্চ রোববার এ গ্রুপে নিউজিল্যান্ড–ভারত ম্যাচের মধ্য দিয়ে। পবিত্র রমজান মাসে এটাই হবে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগে ইফতারি বক্স সরবরাহ করা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০