নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে সবার আগে বাদ পড়া বাংলাদেশের পয়েন্ট তালিকায় উন্নতি হয়েছে। সোমবার দিল্লিতে শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের দল। তাতে পয়েন্ট তালিকায় টপকে সাতে উঠে এসেছে টাইগাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেতে গেলে থাকতে হবে শীর্ষ আটের মধ্যে। দুই দলেরই বাকি একটি করে ম্যাচ।
শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশ উঠে এসেছে সাত নম্বরে। সমান ৪ পয়েন্ট হলেও রান রেট বেড়ে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার উপরে উঠে গেছে টাইগাররা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় শ্রীলঙ্কার অবস্থান আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে দুদলকেই আটের মধ্যে থাকতে হবে। টাইগাররা নিজেদের সবশেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার ২৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর পার হতে গিয়ে খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশের। সাকিব আল হাসান এবং নাজমুল হোসেন শান্তর ১৬৯ রানের বিশাল জুটিই টাইগারদের জয়ের ভিত রচনা করে দেয়। তাদের এই জুটি প্রভাব ফেলতে দেয় নি ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারানো বাংলাদেশের উপর।
সাকিব দুশমন্থ চামিরার বলে চার মেরে ক্যারিয়ারের ৫৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন। এবারের বিশ্বকাপে যা তার প্রথম। তাঁর আগে হাফ সেঞ্চুরি পান শান্ত। মাইলফলক স্পর্শ করে তারা দুজনই দ্রুত রান তুলতে থাকেন। তাতে করে সেঞ্চুরির পথেও ছিলেন দুই বাঁহাতি। তবে সেঞ্চুরির আগে ফিরে যেতে হয়েছে সাকিবকে। ম্যাথিউসের স্লোয়ার ডেলিভারিতে টপ এজ হয়ে চারিথ আসালঙ্কার হাতে ক্যাচ দিয়েছেন।
সাকিবকে ফিরতে হয়েছে ৮২ রানের ইনিংস খেলে। সেঞ্চুরির পথে হাঁটতে থাকা শান্তকেও ফিরিয়েছেন ম্যাথিউস। ডানহাতি এই মিডিয়াম পেসারের বলে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন ৯০ রানের ইনিংস খেলা শান্ত। শেষদিকে বাংলাদেশকে জয় এনে দেন তাওহিদ হৃদয় ও তানজিম হাসান সাকিব। মাঝে মাহমুদউল্লাহ রিয়াদ-মেহেদি হাসান মিরাজ ফিরলেও সাবলীল ব্যাটিংয়ে বাংলাদেশকে আসরে দ্বিতীয় জয় এনে দেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post