স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল প্রায় সাত মাস পর মাঠে ফিরেছেন। দুর্দান্ত সব ইনিংস খেলে চেনারূপে ফেরার ইঙ্গিত দিয়েছেন। এনসিএল টি-২০ দিয়ে দীর্ঘ দিন পর ক্রিকেটে ফেরেছেন তামিম। এরই মধ্যে খেলেছেন দু’টি ‘বিস্ফোরক’ ইনিংস। প্রায় ১৫ মাস থেকে জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটারের জাতীয় দলে ফেরা নিয়ে চলছে আলোচনা।
গত বছরের জুলাইয়ে আফগান সিরিজের মাঝপথে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা। তখনো পর্যন্ত তিনি ছিলেন জাতীয় দলের ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক। সতীর্থ সাকিব আল হাসান ও সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিবাদে জড়িয়ে অবসর নেন জাতীয় দল থেকে।
অবসরের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারো জাতীয় দলে ফিরেন। তবে নিউজিল্যান্ড সিরিজে দুম্যাচ খেলে আবারো জাতীয় দল থেকে সটকে পড়েন তিনি। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও খেলেননি। বিশ্বকাপের আগ মূহূর্তে মুখোমুখি দাঁড়িয়ে যান সাকিব ও তামিম দু’জনে। এরপর জল অনেক গড়িয়েছে। সরকারের পতন হয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও এসেছে বিশাল পরিবর্তন।
এমন অবস্থায় তামিম ইকবাল ক্রিকেটে ফিরেছেন, পারফরম্যান্স করছেন। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, তারা তামিমের সঙ্গে বসবেন। তার সঙ্গে বসেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড। সামনেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে তাকে বিবেচনা করা হবে কি-না জানতে চাইলে প্রধান নির্বাচক লিপু বলেন, ‘তামিম ইকবাল খেলা শুরু করেছেন এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা এটা অবহিত হতে পারব যে, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি এভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে তো দারুণ।’
তামিমের সঙ্গে বসে কথা বলে সিদ্ধান্ত হবে জানিয়ে বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ”আপনারা জানেন আগে ভিন্ন একটা বোর্ড ছিল, মতপার্থক্য ছিল, অনেক বিষয় ছিল। আমার বিশ্বাস, এই নতুন বোর্ডের অধীনে একটা আশার আলো তো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেট মাঠে ফেরত এসেছেন একটা আশা নিয়ে যে বড় টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করছেন। আমরা নিশ্চয়ই তার সঙ্গে আলাপ করার পর্যায়ে চলে গেছি। এখন বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করাটা, এটার (তামিমের ফেরা) একটা পথ সুগম করবে।’
জাতীয় দলের জন্য তামিমকে ফিটনেসে আরো উন্নতি করতে হবে জানিয়ে লিপু বলেন, ‘তামিমকে আরও শানিত হতে হবে। ফিটনেস আরও উন্নতি করতে হবে। যখন সে একটা বিষয় আকাঙ্ক্ষা করবে… একটা ক্রিকেটার যখন এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলছে সে নিশ্চয়ই জানে বৈশ্বিক আসরে খেলার জন্য নিজেকে কীভাবে শানিত করতে হয়, প্রস্তুত করতে হয়। কী ধরনের সহযোগিতা সে আশা করতে পারে বা বোর্ড তাকে দেবে। আমি মনে করি, এগুলো কোনো বাধা হয়ে দাঁড়াবে না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০