চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে নেদারল্যান্ডস ম্যাচে আগে ব্যাটিংয়ে ইংল্যান্ড

0
27

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ ইংল্যান্ড-নেদারল্যান্ডস লড়াই। এবারের বিশ্বকাপে ইংলিশরা কোনো প্রতিরোধই তৈরি করতে পারেনি। আপাতত ৭ ম্যাচে এক জয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। হেরেছে আফগানিস্তানের বিপক্ষেও।

অন্যদিকে নেদারল্যান্ডসও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে দুই দলই এখন লড়ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা নিশ্চিত করতে। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আড়াইটায়। ইতোমধ্যে এই ম্যাচের টস পর্ব সম্পন্ন হয়েছে। ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইংল্যান্ড দল দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে আজ। মার্ক উড এবং লিভিংস্টোনের জায়গায় দলে জায়গা পেয়েছেন হ্যারি ব্রুক এবং গাস অ্যাটকিংসন। এদিকে ডাচরাও দলে এনেছে এক পরিবর্তন। জুলফিকারের জায়গায় ফিরেছেন তেজা।

ইংল্যান্ডের একাদশ- জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।

নেদারল্যান্ডস একাদশ- ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক/অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here