স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলোর প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে গেছে চেলসি। বুধবার রাতে ডর্টমুন্ডের মাঠে ১-০ ব্যবধানে হেরেছে ইংলিশ ক্লাবটি। যদিও ম্যাচে দারুণ খেলেছে ব্লুজরা। গোলের জন্য তারা শট নেয় মোট ২১টি, যার ৮টি ছিল লক্ষ্যে। ডর্টমুন্ডের ১৪ শটের ২টি লক্ষ্যে ছিল।
সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধে হয় নি কোনো গোল। ৬২তম মিনিটে জেমসের আরেকটি শটে বল ক্রসবারের ওপর দিয়ে পাঠান গ্রেগর কোবেল। সেই কর্নার থেকেই এগিয়ে যায় ডর্টমুন্ড। সিলভার হেড ক্লিয়ার করে রাফায়েল গেরেইরো বাড়ান আদেইয়েমিকে। সেই বল ধরে এগিয়ে চেলসির এনজো ফার্নান্দেজের বাধা এড়িয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন তরুণ জার্মান স্ট্রাইকার।
আদেইয়েমির একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য। আগামী ৭ মার্চ চ্যাম্পিয়নস লিগে টিকে থাকার শেষ সুযোগ চেলসির সামনে। ওইদিন স্ট্যামফোর্ড ব্রিজে জার্মানদের স্বাগত জানাবে তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০