নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের উদ্বোধনী দিনেই হারলো দেখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্সআপরা। দিনের প্রথম ম্যাচে হেরেছে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সও হেরেছে। নবাগত দল দুর্দান্ত ঢাকা উদ্বোধনী ম্যাচে হারিয়েছে বিপিএলের সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
দিনের দ্বিতীয় ম্যাচে রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে সাত উইকেটের ব্যবধানে হেরেছে স্ট্রাইকার্সরা। জাকিরের ফিফটিও বৃথা গেলো দীপুর হাফ সেঞ্চুরির কাছে। আগে ব্যাট করা সিলেট দুই উইকেটে ১৭৭ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তিন উইকেট হারিয়ে টপকে গেছে স্ট্রাইকার্সদের সংগ্রহ।
জাকিরের ঝড়ো ব্যাটে পেয়েছিলো ১৭৭ রানের বড় পূঁজি। সাত চার আর এক ছক্কায় ৪৩ বলে ৭০ রানের ঝলমলে ইনিংস খেলেছেন জাকির। তবে শাহাদস হোসেন দীপুর ফিফটিতে জলে গেছে জাকিরের ফিফটি। চারটি করে চার আর ছক্কায় ৩৯ বলে ৫৭ রান করে অপরাজিত থেকেছেন তিনি। চট্টগ্রামের ফিফটি এসেছে আরেকটি। আফগান ক্রিকেটার নাজিবুল্লাহ জর্দান পাঁচ ছক্কা আর তিন চারে ৩০বলে ৬১ রান করে জয় নিয়েই ফিরেছেন।
দিনের প্রথম ম্যাচে নবাগত দুর্দান্ত ঢাকা ৫ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়ান্সদের। কুমিল্লার নেতৃত্ব হারানো ইমরুল কায়েস বিপিএল শুরু করলেন হাফ সেঞ্চুরি দিয়ে। ছয় চার ও দুই ছক্কায় ৫৬ বলে৬৬ রান করে ইমরুল কুমিল্লাকে এনে দেন ৬ উইকেটে ১৪৩ রানের পূঁজি। দুর্দান্ত ঢাকা মোহাম্মদ নাঈমের ৪০ বলে ৫২ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়েই তুলে নেয় জয়।
বল হাতে শরিফুলের দিনে ইমরুল কায়েস,মোহাম্মদ নাঈম শেখ, জাকির হাসান ও শাহাদত হোসেন দীপুরা হাফ সেঞ্চুরি করে জানান দিলেন এবারের বিপিএলটা হতে পারে দেশী তারকাদের। ব্যাটে-বলে তারাই মাতিয়ে রাখবেন বিপিএলর মঞ্চ। জাকির-ইমরুলের ফিফটি বৃথা গেছে। প্রথম দিনের দু’টি ম্যাচেই রান এসেছে দেড়শোর কাছাকাছি। মিরপুরের মরা উইকেটে এবার যেনো প্রাণ ফিরছে।
চ্যাম্পিয়ন-রানার্সআপ প্রথম দিনেই হতাশ করেছে সমর্থকদের। বিপিএলের চমক সাদা মাঠা ঢাকার কুমিল্লাকে হারিয়ে দেওয়া। মাশরাফীর সিলেটকে শুরুতেই হারের স্বাদ দেওয়া চট্টগ্রাম চ্যালেঞ্চার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post