ছবি তুলতে যাওয়া প্রতিপক্ষের কোচকে ধাক্কা মেরে সমালোচনায় রোনালদো

0
66

স্পোর্টস ডেস্ক:: এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের ম্যাচে প্রতিপক্ষ আরব-আমিরাতের শাবাব আল আহলি ক্লাবের কোচকে ধাক্কা মেরে সমালোচনায় পড়েছেন আল নাসরের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদীর প্রো লিগের ক্লাবটি আরব-আমিরাতের ক্লাবটিকে ৪-২ ব্যবধানে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করেছে।

মঙ্গলবার ভোরে শাবাব আল আহলির বিপক্ষে মাঠে নামে আল নাসর। ৮৭ মিনিট পর্যন্ত ২-১ এগিয়ে ছিলো আল শাবাব। আল হারতে যাওয়া সৌদীর ক্লাব আল হিলালকে শেষ পর্যন্ত বাঁচান তাসালিকা। শেষ দশ মিনিটে দুই গোল দিয়ে ৪-২ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় প্রো লিগের ক্লাবটি।

এরপরই ঘটে রাোনালদোর ধাক্কা কাণ্ড। ম্যাচ শেষে পর্তুগিজ তারকা মাঠ থেকে বেরুনোর পথে শাবাব আল আহলির একজন কোচ তার সঙ্গে ছবি তুলতে যান। ওই কোচ যখন সেলফি তুলছিলেন, রোনালদো ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এনিয়ে বেশ সমালোচনা চলছে।

প্রো লিগে শেষ দুই ম্যাচ হারায় রোনালদোর মেজাজ এমনিতেই খারাপ। তার ওপর শাবাব আল আহলির ম্যাচে রেফারিং নিয়েই তিনি সন্তুুষ্ট ছিলেন না। মেজাজ হারান কয়েক দফা। ম্যাচ শেষে প্রতিপক্ষের কোচকে ধাক্কা দিয়ে সমালোচনায় পড়েছেন তিনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here