নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা টেস্টে চোট পেয়েছেন তামিম ইকবাল। আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ছয় বাঁচানোর পাশাপাশি ক্যাচ নিতে গিয়ে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে পড়েন তামিম। এরপরই হাতে আঘাত পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। আপাত দৃষ্টিতে গুরুতর চোট মনে হয়েছে। মাঠের ভেতরে থেকে সরাসরি ড্রেসিং রুমে চলে যান তিনি।
এসময় ব্যাথায় কাতরাতে দেখা যায় তামিমকে। এখন পর্যন্ত অবশ্য দলের পক্ষ থেকে কোনো আপডেট জানানো হয়নি এই নিয়ে। যদি ক্যাচটি লুফে নিতে পারতেন, তবে দুর্দান্ত কিছুই হতে পারতো। তবে হয়নি। উল্টো হাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই তারকা।
ম্যাচের ৫৯তম ওভারের ঘটনা এটি। তাইজুল ইসলামের বলে উড়িয়ে মারেন স্ট্রাইকে থাকা ম্যাকব্রিন। ডিপ মিড উইকেটের বাউন্ডারি লাইনে সেই বলকে রুখতে গিয়েই তামিম আঘাত পেয়েছেন। বাম হাতে আঘাত পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা