স্পোর্টস ডেস্ক:: ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার তিনি। জিতেছেন বিশ্বকাপও। অবসর নিয়েছেন ২০০৮ সালে। প্রায় ১৫ বছর আগে অবসর নিলেও সেই অবসর ভেঙে তিনি আবারো ফিরছেন মাঠে। ছেলের সঙ্গে খেলার ইচ্ছে পূরণে ব্রাজিলিয়ান কিংবদন্তী রোমারিও পেশাদার ফুটবলে আবারো নামছেন মাঠে।
অবসরের প্রায় ১৫ বছর পর রোমারিও মাঠে ফিরবেন। রিও ডি জেনিরোর স্টেট ফুটবল লিগের দ্বিতীয় বিভাগে মাঠে নামবেন তিনি। ইতিমধ্যে ক্যাম্পেনাতো ক্যারিওকা সিরি-আ টু’তে নিবন্ধন করিয়েছেন রোমারিও। তবে পুরো মৌসুম খেলবেন না। ছেলের সঙ্গে কয়েকটা ম্যাচ খেলবেন। তার ৩০ বছর বয়সী ছেলেও খেলছেন একই ক্লাবে।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো রোমারিওর পেশাদার ফুটবলে ফেরার খবর জানিয়েছে। এ প্রসঙ্গে রোমারিওর ভাষ্য, ‘আমার মাঠে ফেরায় চোখ রাখুন। পুরো চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দ্বিতা করা আমার লক্ষ্য না। পছন্দের দল মেকাওয়ের (আমেরিকা ক্লাবের তকমা) হয়ে কিছু ম্যাচ খেলতে চাই। এর পাশাপাশি নিজের আরেকটি স্বপ্নও পূরণ করতে চাই; ছেলের সঙ্গে খেলতে চাই।’
রোমারিও রিও ডি জেনিরোর ক্লাব আমেরিকার সভাপতি।একই ক্লাবে বর্তমানে খেলছেন তার ছেলে ৩০ বছর বয়সী রোমারিনিও। ৫৮ বছর বয়সেও মাঠে নামার অপেক্ষা তিনি জানিয়ে বলেন, ‘খুব কম অ্যাথলেট এবং ফুটবলারই নিজের ছেলের সঙ্গে খেলার স্বপ্ন পূরণের সুযোগ পায়। আমার বয়স ৫৮ বছর হলেও এখনো বেশ ভালো বোধ করছি। খেলার জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলেই মনে করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post