স্পোর্টস ডেস্কঃ প্রথম ওয়ানডে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে তারা। আগে ব্যাট করে ৩২৩ রান করেছে দাসুন শানাকার দল। ফিফটির দেখা পেয়েছেন দিমুথ করুনারত্নে ও কুশাল মেন্ডিস।
হাম্বানটোটায় টস জিতে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। ৮২ রানের উদ্বোধনী জুটি ভাঙে পাথুম নিশাঙ্কার বিদায়ে। ৫৬ বলে ৪৩ রান করেন এই ওপেনার। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা আরেক ওপেনার করুনারত্নে তুলে নেন ফিফটি। প্রথম ম্যাচে ব্যর্থ হওয়া এই বাঁহাতি আজ করেন ৬২ বলে ৫২ রান।
এরপর কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাউইক্রামা গড়েন ৮৮ রানে জুটি। ৪৬ বলে ৪৪ রান করেন সাদিরা। তাঁর বিদায়ের পর টিকতে পারেন নি চারিথ আসালাঙ্কা। দ্রুত ফিরেন তিনি। কুশাল ৭৮ রান করেন ৭৫ বল খেলে। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা-ধনঞ্জয়া ডি সিলভার ক্যামিও ইনিংসে তিনশ পেরোয় শ্রীলঙ্কা।
১২ বলে ২৯ রান করেন হাসারাঙ্গা। ডি সিলভা করেন ২৪ বলে ২৯। অধিনায়ক দাসুন শানাকা ১৩ বলে করেন ২৩ রান। আফগানদের হয়ে ২টি করে উইকেট নেন ফরিদ মালিক ও মোহাম্মদ নবী। ৩২৪ রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করবে হাশমতুল্লাহ শহীদির দল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post