স্পোর্টস ডেস্কঃ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায় নি। মঙ্গলবার ধর্মশালায় ইংলিশদের করা ৩৬৪ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে ২২৭ রানে গুঁটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। হারে আসর শুরু করা জস বাটলার-ডেভিড মালানরা টাইগারদের হারিয়েছে ১৩৭ রানের ব্যবধানে।
এদিকে বড় হারের সাথে জরিমানা গুণতে হচ্ছে বাংলাদেশ দলকে। বোলিংয়ে নির্ধারিত সময়ের মধ্যে ১ ওভার কম সম্পন্ন করতে পারে সাকিবের দল। তাই আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ দলের খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে। নিয়ম অনুযাযী, নির্দিষ্ট সময়ের মাঝে কোন দল যত ওভার কম বোলিং করবেন সেই দলকে প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা গুনতে হবে।