স্পোর্টস ডেস্ক:: ২৫তম জাতীয় ক্রিকেট লিগের জন্য সিলেট বিভাগীয় দল ঘোষণা করেছে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা। জাতীয় দলের ক্রিকেটার জাকির হাসানকে অধিনায়ক করে করা দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের তারকা খালেদ, রাজা, রাহীরাও।
সাত ব্যাটসম্যানের দলে চার পেসার ছাড়াও আছেন তিন জন স্পিনার। তরুণ ব্যাটার তাওহীদুল ইসলাম ফেরদৌসও সুযোগ পেয়েছেন সিলেট বিভাগীয় দলে।
আগামি ১২ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগের এবারের আসর। সিলেট দলের কোচের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার রাজিন সালেহ। ম্যানেজারের দায়িত্বে থাকবেন ফরহাদ কোরেশী।
রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট দলের হাতে জার্সিও তুলে দেওয়া হয়েছে। বারাকা পাওয়ার প্লান্টের সৌজন্যে সিলেট দলকে জার্সি দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, বিসিবির কাউন্সিলর মাহি উদ্দিন আহমদ সেলিম, বিভাগীয় ক্রিকেট কমিটির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, বারাকা পাওয়ার প্লান্টের ফাহিম চৌধুরী প্রমুখ।
সিলেট বিভাগীয় দল:: জাকির হাসান (অধিনায়ক), তৌফিক খান তুষার, মিজানুর রহমান সায়েম, ইমতিয়াজ হোসেন তান্না, জাকির আলী অনীক, আসাদুল্লাহ আল গালিব, রাহাতুল ফেরদৌস জাবেদ, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমদ, রেজাউ রহমান রাজা, মোঃ শানুর রহমান, জয়নুল ইসলাম, নাবিল সামাদ ও তাওহীদুল ইসলাম ফেরদৌস।
সিলেট ক্রিকেট স্টেডিয়াম গ্রাউন্ড দুইয়ে ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সিলেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post