নিজস্ব প্রতিবেদকঃ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উড়াল দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। দুই ভাগে ভাগ হয়ে দল যাচ্ছে ইংল্যান্ডে। ঠিক সেই সময়ই নতুন সংবাদ দিলেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক জেমি সিডন্স।
বাংলাদেশ জাতীয় দলের সাথে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন সিডন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিষয়টি সিডন্স নিজেই নিশ্চিত করেছেন। কাজ না করায় দলের সাথেও ইংল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই পক্ষেরই সায় আছে এতে। যদিও গুঞ্জন আছে, বিসিবিই সরিয়ে দিয়েছে সিডন্সকে। বিসিবি নিজে থেকে প্রস্তাব দিয়েছিল সিডন্সকে। তবে এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়নি বিসিবি।
বাংলাদেশ দল দুই ভাগে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেও, সিডন্স দলের সাথে যাননি। তবে দলকে শুভ কামনা জানাতে ভুল করেননি। সবশেষ সিলেটে হয়ে যাওয়া তিন দিনের অনুশীলন ক্যাম্পই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়দের সাথে সিডন্সের শেষ আনুষ্ঠানিক কাজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা