স্পোর্টস ডেস্কঃ নাগপুর টেস্টের প্রথম দিন ভারতের। অস্ট্রেলিয়া টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানে অলআউট হয়েছে। রবীন্দ্র জাদেজা-রবিচন্দন অশ্বিনে স্পিন তোপে এক দিনও টিকল না অজিদের ইনিংস। তিন স্পিনার নিয়ে খেলা স্বাগতিকদের বিপক্ষে স্পিন বিষে নীল হয়েছে প্যাট কামিন্সের দল। বাঁ-হাতি স্পিনার অক্ষর প্যাটেল উইকেট না পেলেও ইনজুরি থেকে ফিরেই স্পিন অলরাউন্ডার জাদেজা পাঁচ উইকেট তুলে নিয়েছেন। অশ্বিন নিয়েছেন ৩ উইকেট।
আগে ব্যাট করতে নেমে দুই ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি কাঁপিয়ে দেন অস্ট্রেলিয়াকে। ২ রান করতেই তারা হারিয়ে ফেলে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খাজাকে। এরপরে দলের দুই ব্যাটিং ভরসা মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ মিলে ৮২ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামাল দেন। কিন্তু রবীন্দ্র জাদেজা এক ওভারে জোড়া ধাক্কায় মেরুদণ্ড ভেঙে দেন অজিদের। লাঞ্চের পর নেমে সফরকারীদের চেপে ধরেন রবিচন্দ্র অশ্বিন-জাদেজা।
স্বাগতিক দলের দুই স্পিনারের ঘূর্ণি সামাল দিতে না পেরে উল্টো বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ৮৪ রানে জাদেজার প্রথম শিকার হয়ে স্টাম্পিং হন লাবুশেন। ৪৯ রানে তিনি ফিরলে ক্রিজে নামা ম্যাট রেনশকে আউট করতেও সময় নেননি জাদেজা। পরের বলেই রেনশকে লেগ বিফরের ফাঁদে ফেলেন এই স্পিনার। আরেক প্রান্তে লড়তে থাকা স্মিথও খানিকপর হাঁটেন তাদের পথে। জাদেজার তৃতীয় শিকার হয়ে বোল্ড হন ৩৭ রানে।
ষষ্ঠ উইকেট জুটিতে ট্রাভিস হেডের জায়গায় সুযোগ পাওয়া পিটার হ্যান্ডসকম্ব ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি মিলে ৫১ রানের জুটি গড়েন। ৩৩ বলে ৩৬ রান করা ক্যারিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অশ্বিন। সেই সঙ্গে টেস্ট ক্যারিয়ারে ৪৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এই উইকেট শিকারে তার খেলতে হয়েছে ৮৯টি টেস্ট। তার চেয়ে ৯ টেস্ট কম খেলে দ্রুততম ৪৫০ উইকেট শিকারের রেকর্ডটি লঙ্কান কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরনের দখলে।
এরপর অধিনায়ক কামিন্স ও স্কট বোল্যান্ডকেও ফেরান অশ্বিন। দ্রুত উইকেট হারিয়ে বিপাকে পড়ে বেশিক্ষণ টেকেনি অস্ট্রেলিয়ার ইনিংস। মাত্র ১৫ রান তুলতে বাকি ৪ উইকেট হারায় অজিরা। ৩১ রান করা হ্যান্ডসকম্বকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন জাদেজা। ২২ ওভারে ৪৭ রান দিয়ে ৮ মেডেন ওভারসহ এই ৫ উইকেট শিকার করেন তিনি।
জবাবে ব্যাটিংয়ে নামা ভারত প্রথমদিনের খেলা শেষ করেছে ৭৭ রান করে। অবশ্য তারা হারিয়েছে লোকেশ রাহুলের উইকেট। ফেরার আগে অধিনায়ক রোহিত শর্মার সাথে স্কোরবোর্ডে যোগ করেন ৫০ রান। রোহিত তুলে নেন হাফ সেঞ্চুরি। ৭১ বলে ২০ রান করে দিনের শেষ ওভারে অভিষিক্ত অজি স্পিনার টড মারফিকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন রাহুল। ৬৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন রোহিত। ০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন অশ্বিন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০