স্পোর্টস ডেস্কঃ জিম আফ্রো টি-টেন লিগে দল পেয়েছেন তাসকিন আহমেদ। এর আগে জিম্বাবুয়ের লিগটিতে দল পেয়েছেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিম। জাতীয় দলের অভিজ্ঞ এই তারকাকে নিলামের আগেই দলে টেনেছে তার দল জোবার্গ বাফেলোস। তাসকিন অবশ্য নিলাম থেকেই দল পেয়েছেন। তাকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।
বাংলাদেশ থেকে প্রথম খেলোয়াড় হিসেবে এই লিগে দল পান মুশফিক। জোবার্গ বাফালোসের হয়ে খেলবেন ইউসুফ পাঠান, টম ব্যান্টন ও নূর আহমেদ। ভারতের তারকা ক্রিকেটার পাঠান অনেক দিন থেকে বড় মঞ্চের ক্রিকেট খেলছেন না। তবে কাউন্টিতে নিয়মিত মুখ ব্যান্টন। ইংল্যান্ড লায়ন্সের হয়ে (‘এ’ দল) খেলেছেন ইতোমধ্যে। অন্যদিকে আফগান স্পিনার নূর আইপিএল মাতিয়েছেন। সবশেষ আসরে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন। এবার বাংলাদেশের তারকা মুশফিকের সাথে তারা মাঠ মাতাবেন জিম্বাবুয়েতে।
টি-টেন গ্লোবাল স্পোর্টসের সহায়তায় জিম্বাবুয়েতে বসেছে জিম আফ্রো টি-টেন লিগ। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হয়েছে জিম সাইবার সিটি। দেশটির অন্যতম বড় রিয়েল স্টেট প্রতিষ্ঠান সিটি। প্রধান পৃষ্ঠপোষক হওয়ায় টুর্নামেন্টটি পরিচিত পাবে জিম সাইবার সিটি জিম আফ্রো টি-টেন লিগ।
টি-টেন গ্লোবাল স্পোর্টসের চেয়ারম্যান নওয়াব সাজি উল মুলক বলেন, ‘জিম সাইবার সিটিকে জিম আফ্রো টি-টেন লিগে সংযুক্ত করতে পেরে আমরা খুশি। দীর্ঘদিন ধরে তারা জিম্বাবুয়েতে ভালো কাজ করছে। জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাস অনেক সমৃদ্ধ। আশা করি, এই কোলাবোরেশন ক্রিকেটের ইকোসিস্টেমকে উন্নত করতে ভূমিকা রাখবে।’
জিম সাইবার সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা টেন্ডায়ি হলুপো মামভুরা বলেন, ‘জিম্বাবুয়ের লোকজন এই টুর্নামেন্টের জন্য অধীর আগ্রহে আছে। আমরা টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হতে পারে দারুণ বোধ করছি। এই সংযুক্ত জিম্বাবুয়ের ক্রিকেট ইকোসিস্টেম তৈরি করতে সহায়তা করবে বলে মনে করি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post