স্পোর্টস ডেস্ক:: যেমন নাম, তেমন কাজ। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা যেনো সব ক্রিকেটারেরই রাজা। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন কীর্তি তিনি গড়েছেন, যা পারেননি অন্য কোনো ক্রিকেটার। একমাত্র ক্রিকেটার হিসেবে টানা ৫ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হাফ সেঞ্চুরি করেছেন রাজা।
যদিও তার দল খুব একটা ভালো অবস্থানে নেই। তবে রাজা প্রতিটি ম্যাচেই ব্যাট হাতেও সামন থেকে নেতৃত্ব দিচ্ছেন। বল হাতেও সমান পারদর্শীতা দেখাচ্ছেন। হাফ সেঞ্চুরি করছেন, উইকেটও তুলে নিচ্ছেন প্রতিপক্ষের।
শ্রীলঙ্কার বিপক্ষে রোববার ফিফটি হাঁকিয়েছেন রাজা। ব্যাট হাতে টানা পঞ্চম ফিফটি আদায়ের ম্যাচে শিকার করেছেন ৩টি উইকেট। ৪২ বলে ৬২ রানের দারুণ এক ইনিংসও খেলেছেন। তবে তার দল জিততে পারেনি।
এই ম্যাচের আগে সিকান্দারের ৪টি টি-২০ ম্যাচে যথাক্রমে ৫৮, ৬৫, ৮২ ও ৬৫ রান করে ছিলেন। এর আগে টানা ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অর্ধশতক হাঁকানোর রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, জিম্বাবুয়ের ক্রেইগ উইলিয়ামস, কানাডার রেয়ান পাঠান, ফ্রান্সের গুস্তাব ম্যাক্রন ও দক্ষিণ আফ্রিকার রিজা হেন্ডরিক্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post