স্পোর্টস ডেস্কঃ জুনিয়র মালিঙ্গার তকমা পাওয়া মাহিশা পাথিরানার প্রথম ওভারেই উইকেট দিলেন সাকিব আল হাসান। তাতে বাংলাদেশ হারাল তৃতীয় উইকেট। দুই ওপেনার পাওয়ার প্লে-তে ফেরার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার পথে থাকা সাকিব ফিরলেন শ্রীলঙ্কার উইকেটকিপার কুশল মেন্ডিসের দুর্দান্ত ক্যাচে। দলীয় ৩৬ রানে তৃতীয় উইকেট হারিয়েছে বাংলাদেশ।
সাকিব আউট হওয়ার আগে করেন মাত্র ৫ রান। পাথিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে কাট করতে চেয়েছিলেন তিনি। তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, উইকেটকিপার মেন্ডিস বাঁদিকে ডাইভ দিয়ে নিয়েছেন দারুণ ক্যাচটি। ১১ বলে ১ চারে ৫ রান করেন সাকিব। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্ত খেলছেন ২৮ বলে ১৩ রানে।