টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল ভারত

0
15

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে আজ ভারত-পাকিস্তান লড়াই। আহমেদাবাদে দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইতোমধ্যে এই ম্যাচের টস পর্ব শেষ হয়েছে। টস জিতেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস জেতা ভারত পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে।

এ ম্যাচে ইশান কিশানের পরিবর্তে শুভমান গিলকে একাদশে রেখেছে ভারত। গিলের ডেঙ্গু হওয়ায় অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি। এবার ফিরেছেন এই ওপেনার। এদিকে পাকিস্তান একাদশে কোনো পরিবর্তন আসে নি। শ্রীলঙ্কা ম্যাচে খেলা একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে তারা।

ওয়ানডে ক্রিকেটে ভারত-পাক দ্বৈরথের ইতিহাস বহু পুরোনো। যেখানে এখন পর্যন্ত ১৩৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। মুখোমুখি দ্বৈরথের নিরিখে এগিয়ে পাকিস্তান। ম্যান ইন গ্রিনরা জিতেছে ৭৩টি ম্যাচ। ৫৬টি ম্যাচে জিতেছে ভারত। ৫টি ম্যাচে কোনো ফল হয়নি।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটকিপার), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহ।

পাকিস্তানের একাদশ: আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here