স্পোর্টস ডেস্কঃ টানা বৃষ্টিতে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শুক্রবার পুরো দিন বৃষ্টির পেটে গেলেও শনিবার অবশ্য ঝকঝকে সকাল দেখা দিয়েছে পিন্ডিতে। ইতোমধ্যে হয়েছে ম্যাচের টসও। যেখানে জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ে আগেই। টস হয়েছে স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে। খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০ টা ৪৫ মিনিটে)। এদিকে আরও একবার কয়েনভাগ্য পাশে পাওয়া শান্ত প্রথম টেস্টের মতো এবারও আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশ অধিনায়ক প্রথম ম্যাচের সাফল্য পেছনে রেখে এই ম্যাচে মন দেওয়ার কথা বলেছেন। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ বলেছেন, টস জিতলে তিনিও আগে বোলিং নিতেন।
কুঁচকিতে অস্বস্তি বোধ করায় একাদশ থেকে ছিটকে গেলেন শরিফুল ইসলাম। তার জায়গায় সুযোগ পেলেন আরেক পেসার তাসকিন আহমেদ। বাংলাদেশের একাদশে পরিবর্তন এই একটিই। প্রথম টেস্টের মতোই তিন পেসারের সঙ্গে দুই স্পিন অলরাউন্ডার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তানের একাদশে এসেছে দুই পরিবর্তন, সুযোগ পেয়েছেন আবরার আহমেদ ও মীর হামজা। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর জায়গায় সুযোগ পেলেন তারা।
বাংলাদেশ একাদশ- সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
পাকিস্তান একাদশ- আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০