স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগ কাপ থেকে বাদ পড়ল ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ড, ফিল ফোডেন ও কাইল ওয়াকারকে ছাড়া খেলতে নামা সিটিকে ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। একাধিক তারকাকে বিশ্রাম দিয়েছিলেন সিটি কোচ পেপ গার্দিওলা।
দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে নিউক্যাসলকে এগিয়ে দেন আলেক্সান্ডার আইজ্যাক। তবে সিটির হুলিয়ান আলভারেজ দুটি সহজ সুযোগ মিস করেছেন। ফলে ৬৮ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও লিগ কাপ থেকে বিদায় নিতে হলো আটবারের চ্যাম্পিয়নদের। যা প্রতিযোগিতার ইতিহাসে টানা তিন বার।
সিটিকে বিদায় করা নিউক্যাসল লিগ কাপের শেষ ষোলোতে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। গত মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। গত ফেব্রুয়ারিতে সে ফাইনালে ২-০ গোলে জিতেছিল ইউনাইটেড।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০































Discussion about this post