টানা দুই ম্যাচের সাকিবের ফিফটি, ফিরলেন আফিফ-মিরাজ

0
44

নিজস্ব প্রতিবেদকঃ দলের বিপদের মুখে দাঁড়িয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের এই সুপারস্টার ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচে ফিফটি হাঁকালেন। ক্যারিয়ারে এটি তাঁর ৫২তম ওয়ানডে ফিফটি। ইংল্যান্ডের সাকিবের এই ফিফটিতে ভর করেই লড়াই অব্যাহত রাখেছে বাংলাদেশ।

তবে ৪৪তম ওভারে সাকিবের ফিফটির পর দ্রুতই প্যাভিলিয়নে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। প্রথম বলে নিজের ফিফটি পূরণ করেন সাকিব, আর আফিফ ফিরেছেন ওভারের চতুর্থ বলে। ক্রিস ওকসের বলে কাভারে খেলতে গিয়ে মঈন আলির হাতে ক্যাচ তুলে দেন আফিফ। এই বাঁহাতি করেছেন ২৪ বলে ২ বাউন্ডারিতে ১৫ রান।

দ্রুতই ফিরেছেন মেহেদী হাসান মিরাজও। ৪৫তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি হাঁকিয়েছেন। আর আদিল রশিদের ওভারের শেষ বলে তার হাতেই ক্যাচ তুলে ড্রেসিং রুমের পথ ধরেন। এক বাউন্ডারিতে ৬ বলে ৫ রান করে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সবশেষ সংগ্রহ ৪৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রান। সঙ্গীহীন সাকিব একা টানছেন দলকে। বড় সংগ্রহ করতে হলে, সাকিবকে খেলতে হবে ক্যামিও। সেক্ষেত্রে তাইজুল-এবাদতদের নিয়ে গড়া লোয়ার অর্ডারকেও দিতে হবে সঙ্গ।

সাকিবের ফিফটির আগে উইকেটে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ছক্কা হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও, উইকেটে টিকতে পারেননি বেশি সময়। যে আদিল রশিদকে ছক্কা হাঁকিয়েছিলেন, তার বলেই ৩৫তম ফিরেছেন মাত্র ৮ রান করে। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন আরও একবার। মাহমুদউল্লাহর আউটের পর আফিফকে নিয়ে জুটি গড়েন সাকিব। তবে পঞ্চাশ স্পর্শ করার আগে ৪৯ রানে ভেঙে যায় সেই জুটি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here