স্পোর্টস ডেস্ক:: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনো জয়ের দেখা পেলো না ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হাগের দল হারলো টানা দ্বিতীয় ম্যাচ। বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এবার হারলো গালাতাসারাইয়ের কাছে। ৩-২ ব্যবধানে গালাতাসারাই জিতেছে রাতের ম্যাচে।
‘এ’ গ্রুপে খেলা ম্যানইউ দুই ম্যাচের দু’টিতেই হারলো। মাঠের লড়াইয়ে এগিয়ে থাকলেও দিন শেষে তাদেরকে হারতে হলো। ম্যাচের ৫৫ শতাংশেরও বেশি সময় ম্যানইউ বল রাখে নিজেদের নিয়ন্ত্রণে। তুবও গালাতাসারাইয়ের কাছে হারতে হয়েছে ৩-২ ব্যবধানে।
রাসমাস হজলুন্ডের জোড়া গোলের পরও জেতা হয়নি এরিক টেন হাগের দলের। ব্রুনো ফার্নান্দেজের-রাশফোর্ডদের ব্যর্থতার দিনে টানা দুই ম্যাচ হার দেখলো দলটি। ম্যাচের ১৭তম মিনিটে রাসমাস হজলুন্ডের গোলে লিড নেয় ম্যানিউ। ১-০ গোলে এগিয়ে যায় দলটি।
পিছিয়ে পড়া গালাতাসারাই উইলফ্রেড জাহার গোলে মিনিট পাঁচেক পরেই সমতায় ফেরে। ২৩তম মিনিটে ম্যানইউ’র জালে বল পাঠিয়ে স্কোর লাইন ১-১ করেন এই ফুটবলার। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর রাসমাস হজলুন্ডের গোলে আবারো লিড নেয় ম্যানইউ। ম্যাচের ৬৭তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন তিনি। টেন হাগের দল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। এবারো লিড বেশি সময় টিকিয়ে রাখতে পারেনি ফার্নান্দেজরা। কেরেম আক্তুরকোগলুর গোলে ৭১তম মিনিটে গালাতাসারাই সমতায় ফেরে। স্কোর লাইন হয়ে যায় ২-২।
সমতায় থাকা ম্যাচে দশ মিনিট পরেই জয় সূচক গোল পেয়ে যায় গালাতাসাইরা। ৮১তম মিনিটে মাউরো ইকার্দি ম্যানইউ’র কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন। দলকে এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। বাকীটা সময়ে ম্যাচে আর ফিরতে পারেনি এরিক টেন হাগের দল। শেষ পর্যন্ত তাই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post