নিজস্ব প্রতিবেদকঃ অপ্রীতিকর একটি ঘটনা ঘটে গেছে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইন্ডিজ এক ক্রিকেটারের সঙ্গে। সামান্য ঘটনা থেকে কথা কাটাকাটি, এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান দু’জনে। এই ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানান, পরিস্থিতি জটিল হওয়ার আগেই সোহানকে সরিয়ে নেন অন্যরা।
চট্টগ্রামের র্যাডিসন হোটেলে অবস্থান করছে এবারের বিপিএলের ৫ দল। সেখানে কুমিল্লার উইন্ডিজ সেই ক্রিকেটারের সঙ্গে সোহানের বিবাদের সূত্রপাত রুম নিয়ে। কুমিল্লার বিদেশি ক্রিকেটারের বরাদ্দকৃত রুমে ভুল করে ঢুকে পড়েন সোহান। নিজের রুম মনে করে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে কথা বলেন। যে কোনো কারণে একজনের কথা অন্যজনের পছন্দ হয়নি। এক পর্যায়ে দু’জনে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে জানান ঘটনাস্থলে উপস্থিত একজন।
উত্তেজনা বেড়ে যাওয়ায় একে অন্যকে ধাক্কা দেন। এ তথ্য নিরাপত্তা গোয়েন্দাদের কাছে পৌঁছে যেতে দেরি হয়নি। তাদের একজন বলেন, ‘খেলার মাঝে ঝামেলা হলে স্পোর্টস শৃঙ্খলার মধ্যে পড়ে। খেলার বাইরে কিছু হলে আমাদের সেগুলোর খোঁজ রাখতে হয়। কারণ, বিপিএলে বিদেশি ক্রিকেটার খেলছেন। তাদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব থাকে। হোটেলে দুই ক্রিকেটারের মধ্যে যা কিছু হয়েছে, তা কোনো ঘটনাই না। কিন্তু ঘটনাটি না ঘটলে ভালো হতো। যেহেতু সোহানের ভুল হয়েছে, দুঃখ প্রকাশ করে চলে গেলেই হতো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post