টি-টেনে ৩০০ টাকায় দেখা যাবে সাকিব-তাসকিনদের খেলা

0
36

স্পোর্টস ডেস্কঃ মাঠ মাতাতে প্রস্তুত আবুধাবি টি-টেনের সপ্তম আসর। এবারের আসরে খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও স্পিড স্টার তাসকিন আহমেদ। দুজনকে দলে ভিড়িয়েছে টি-টেনের অন্যতম ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স।

টি-টেনে সাকিব-তাসকিনদেরসহ বিশ্ব ক্রিকেটের বড় তারকাদের খেলা দেখা যাবে মাত্র ৩০০ টাকায়। এই আসরের জন্য টি-টেন কতৃপক্ষ সর্বনিম্ন টিকিটের দাম রেখেছে ১০ দিরহাম, বাংলা টাকায় যা ৩০০ টাকা সমমূল্যের। যদিও সাকিব খেলবেন কিনা, সেই নিয়ে সংশয় রয়েছে। কারণে আঙ্গুলে চোট পেয়েছেন। জাতীয় দল থেকেও বাইরে আছেন। এমন অবস্থায়, তার খেলা অনিশ্চিত। তবুও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এবারের আসরের জন্য কিউ-টিকিটসের সঙ্গে অংশিদারত্বে গিয়েছে টি-টেন। কিউ টিকিটসের ওয়েবসাইটে পাওয়া যাবে এই টিকিট। এ ছাড়া আবুধাবি, দুবাই ও ফুজাইরাহর বিভিন্ন মলে পাওয়া যাবে এই টিকিট।

নভেম্বরের ২৮ তারিখ মাঠে গড়াবে আবুধাবি টি-টেন। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই কয়দিনে খেলা হবে ৩২টি ম্যাচ। ৮টি দল, ডেকান গ্ল্যাডিয়েটর্স, নিউইয়র্ক ওয়ারিয়র্স, নর্দান ওয়ারিয়র্স, মরিসিভিল স্যাম্প আর্মি, দিল্লি বুলস, বাংলা টাইগার্স, টিম আবুধাবি ও চেন্নাই ব্রেভস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here