স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না ভারতীয় ওপেনার রুতুরাজ গায়কোয়াডের। কব্জির চোটের কারণে কিউইদের বিপক্ষে সিরিজে খেলা হচ্ছে না তার। শুক্রবার রাঁচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। এর আগে সফরকারীদের ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।
রুতুরাজের বদলে ভারতের একাদশে দেখা যেতে পারে পৃথ্বী শ’কে। ব্যাট হাতে দারুণ ফর্মেও আছেন এই ব্যাটার। এর আগে ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আইপিএলে দুরন্ত পারফরম্যান্স উপহার দেওয়া রুতুরাজের। গত বছরের জুনে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
এ নিয়ে দ্বিতীয়বার এই সমস্যায় পড়লেন রুতুরাজ। একই চোটে গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে পারেননি ডানহাতি ওপেনার। এছাড়া কোভিড পজিটিভ হওয়ায় গত বছর উইন্ডিজের বিপক্ষে ওয়ানডেও খেলা হয়নি তার।
বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন রুতুরাজ। পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই সেঞ্চুরি করেন তিনি। তবে তিনি চোটে ছিটকে যাওয়ায় পৃথ্বী শ একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন। সম্প্রতি মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে রেকর্ড রান করেছেন পৃথ্বী। ৩৭৯ রান করে চমকে দিয়েছিলেন নির্বাচকদের। যা রঞ্জি ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০