সাকিব-তামিমদের মাঠ থেকে অবসরে যাওয়া উচিত- মাশরাফী

0
77

নিজস্ব প্রতিবেদকঃ ২০২০ সালে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তিন বছর আগের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ডানহাতি পেসার আর জাতীয় দলে খেলেন নি। তবে ঘরোয়া ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশে প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে বিপিএলের নবম আসরে খেলছেন মাশরাফী।

শুক্রবার (২৭ জানুয়ারি) শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। মাঠের লড়াইয়ের আগের দিন বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন স্বাগতিক দলের অধিনায়ক মাশরাফী। সেখানে তিনি জানান, মাঠ থেকে বিদায় নেয়ার আশা করেন না তিনি। এমনকি বোর্ডের কাছ থেকে আর কোনোকিছু প্রত্যাশাও করেন না। তবে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের মতো ক্রিকেটারদের মাঠ থেকেই বিদায় দেখতে চান মাশরাফী।

মাশরাফী বলেন, ‘অবশ্যই ক্রিকেটারদের সম্মানের সঙ্গে মাঠ থেকে অবসরে যাওয়ার সংস্কৃতিতে যাওয়া উচিত আমাদের। ওই সংস্কৃতি সেটআপ করা দরকার। কেউ স্বীকার করুক বা না করুক- সাকিব, মুশফিক, রিয়াদ, তামিম তারা বাংলাদেশের কিংবদন্তি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের ক্ষেত্রে যেন ওই সুযোগ বাংলাদেশের মানুষ পায়, তারা যেন ওই সম্মানটা নিয়ে মাঠ থেকে বিদায় নিতে পারে, সে কাজটা নিশ্চিত করা খুব জরুরি।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here