স্পোর্টস ডেস্কঃ অবশেষে গুঞ্জনই সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলছেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের কিংবদন্তি পেসার আগামী গ্রীস্মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলেই টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
২০০৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। ক্রিকেটের তীর্থস্থান খ্যাত সেই লর্ডসেই নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন তিনি। ক্যারিয়ারজুড়ে এখন পর্যন্ত ১৮৭ টেস্ট খেলে ৩৪৮ ইনিংসে বল করে ৭০০ উইকেট শিকার করেছেন অ্যান্ডারসন। যা কিনা ক্রিকেট ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ। আর সব মিলিয়ে মুত্তিয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় সর্বোচ্চ।
টি-টোয়েন্টি ও ওয়ানডে থেকে অনেক আগেই দূরে সরে যাওয়া অ্যান্ডারসন একমাত্র টেস্টই চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে ২০ বছরের দীর্ঘ ক্যারিয়ারের পর ঐতিহ্যের ফরম্যাটকেও এবার বিদায় বলে দিচ্ছেন তিনি। ৪২ ছুঁইছুঁই এই পেসার নিজের অবসর প্রসঙ্গে বলেন, ‘লর্ডসে গ্রীষ্মের প্রথম টেস্টই হবে আমার শেষ টেস্ট।’
‘এটি অবিশ্বাস্য যে আমি আমার দেশকে ২০ বছর ধরে প্রতিনিধিত্ব করেছি, যে খেলাটি কি-না আমি ছোটবেলা থেকেই পছন্দ করতাম। আমি ইংল্যান্ডের হয়ে মাঠে নামাকে মিস করতে যাচ্ছি। কিন্তু আমি জানি সরে যাওয়ার এখনই সঠিক সময় এবং অন্যদেরকে তাদের স্বপ্নগুলি উপলব্ধি করে দেওয়ার সুযোগ, ঠিক যেমনটা আমি পেয়েছি, কারণ এর চেয়ে বড় অনুভূতি আর নেই।’
‘ড্যানিয়েলা, লোলা, রুবি এবং আমার বাবা-মায়ের ভালবাসা ও সমর্থন ছাড়া আমি এটি করতে পারতাম না। তাদেরকে বিশাল ধন্যবাদ। এছাড়াও খেলোয়াড় এবং কোচদেরকেও ধন্যবাদ জানাই যারা এটিকে আমাকে বিশ্বসেরা হওয়ার জন্য কাজ করেছেন। সামনে থাকা নতুন চ্যালেঞ্জগুলির জন্য আমি রোমাঞ্চিত। একইসাথে গলফে এখন থেকে আরও বেশি সময় কাটাতে পারব। বছরের পর বছর ধরে যারা আমাকে সমর্থন করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ, এটি সবসময় অনেক কিছু, এমনকি আমার মুখে প্রকাশ না হলেও। টেস্টে দেখা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post