স্পোর্টস ডেস্কঃ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্ট শুরুর আগে দুবাই মেরিনায় ইয়টে করে দারুণ সময় কাটালেন ক্রিকেটের বড় তারকারা। ছয় ফ্র্যাঞ্চাইজির দুইজন করে ক্রিকেটার আইএল টি-টোয়েন্টির ট্রফি সঙ্গে নিয়ে বিনোদনমূলক নৌ ভ্রমণে বের হন।
আবুধাবি নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের আলি খান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং, ডেজার্ট ভাইপার্সের হয়ে ইংল্যান্ডের টম কারান ও নেদারল্যান্ডসের রুবেন ট্রাম্পলম্যান, দুবাই ক্যাপিটালসের হয়ে ইংল্যান্ডের জো রুট ও ভারতের রবিন উথাপ্পা, গালফ জায়ান্টসের হয়ে উইন্ডিজের শিমরন হেটমায়ার ও ইংল্যান্ডের টম ব্যান্টন, এমআই এমিরেটসের হয়ে উইল স্মিথ ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির এবং শারজাহ ওয়ারিয়র্সের হয়ে আফগানিস্তানের নাভিন উল হক ও ইংল্যান্ডের ক্রিস ওকস উপস্থিত ছিলেন।
এসময় তারা দুবাই শহরের আইকনিক স্থান আইন দুবাই ও আটলান্টিসে ভ্রমণ করেন। দুবাই স্কাইলাইনকে পেছনে রেখে ট্রফি নিয়ে ছবিও তুলেন এসময়। আগামী ১৩ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমকালো উদ্বোধনীর মধ্য দিয়ে পর্দা উঠবে আইএল টি-টোয়েন্টির। বলিউড সুপারস্টার বাদশাহ ও যুক্তরাষ্ট্রের মেগাস্টার জেসন ডেরুলো মঞ্চে পারফর্ম করবেন। ‘চ্যাম্পিয়ন’ গানে মাতাবেন ক্যারিবিয়ান তারকা ডিজে ব্রাভো।
উল্লেখ্য, আসরজুড়ে ৩৪টি ম্যাচ হবে। ৬ দলের লড়াইগুলো অনুষ্ঠিত হবে তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজাহ স্টেডিয়ামে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post