স্পোর্টস ডেস্কঃ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আশেপাশে সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য ছাতা উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার বিকেলে ছাত্রছাত্রীদের একটি দল বিসিবিতে এসে উপহার হিসেবে ৪০টি ছাতা গ্রহণ করেছে। বাকি ৬০টি ছাতা আগামীকাল শিক্ষার্থীদের দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর উদ্ভূত পরিস্থিতির কারণে নিরাপত্তাহীনতায় কর্মবিরিতে যান পুলিশ সদস্যরা। ট্রাফিক সামলানোর দায়িত্বে সড়কে ছিলেন না ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় বিশৃঙ্খলা ঠেকাতে প্রতিটি মোড়ে মোড়ে ট্রাফিকের মতো করে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। তাদেরকে দুইদিন আগে খাবারের ব্যবস্থা করেছিল বিসিবি।
সড়কের যানজট নিয়ন্ত্রণে কাজ করা শিক্ষার্থীদের জন্য ২৫০ খাবারের প্যাকেট বিতরণ করেন বিসিবি মিডিয়া বিভাগের কর্মচারীরা। স্টেডিয়ামের আশেপাশ, মিরপুর ২, মিরপুর ৬, মিরপুর ১০ এবং মিরপুর ১১ নম্বরে এই কার্যক্রম চালায় বিসিবি। এদিকে গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থীরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছেন। অনেক সময় শাস্তি হিসেবে রাস্তায় ৫-১০ মিনিট অপেক্ষায়ও রাখছেন। পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০