স্পোর্টস ডেস্কঃ নিরোশান ডিকওয়েলাকে নিয়ে শ্রীলঙ্কান ক্রিকেটের আক্ষেপ, হাহুতাশ, বিরক্তির গল্প কম নেই। কখনও মাঠের ভেতরে, কখনও বাইরে হতাশ করেছেন তিনি। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রতিভার প্রতি সুবিচার করতে পেরেছেন কমই। ২০২১ সালে করোনাকালীন সময়ে বায়ো-বাবল প্রটোকল ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।
এবার ডোপ-বিরোধী নীতিমাল ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার কিপার-ব্যাটারকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) শুক্রবার এই শাস্তির ঘোষণা দেয়। তাৎক্ষণিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর করার কথা বলা হয়েছে বিবৃতিতে। পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত চলবে এটি। গত মাসে শেষ হওয়া লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) চলাকালে ক্রিকেটারদের একটি ডোপ পরীক্ষা করানো হয়। বিশ্ব অ্যান্টি-ডোপিং নিয়ম অনুযায়ী হওয়া সেই পরীক্ষায় ব্যর্থ হন ডেকওয়েলা। যার মাশুল গুনতে হলো তাকে।
তিন সংস্করণেই শ্রীলঙ্কার হয়ে খেলেছেন ডিকওয়েলা। ৫৪ টেস্টে ২ হাজার ৭৫৭ রান, ৫৫ ওয়ানডেতে ১ হাজার ৬০৪ রান ও ২৮ টি-টোয়েন্টিতে ৪৮০ রান করেছেন তিনি। আন্তর্জাতিক আঙিনায় তার দুটি সেঞ্চুরি আছে ওয়ানডেতে। এদিকে শ্রীলঙ্কা অ্যান্টিডোপিং এজেন্সি (এসএলএডিএ) ডোপিং ডিকওয়েলার পরীক্ষা চালিয়েছিল। এরপর এই সংস্থাটি জানায় ‘এই উদ্যোগ নেওয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতা এবং ওয়ার্ল্ড অ্যান্টিডোপিং এজেন্সির নীতিমালা অনুসারে, যা ক্রিকেটকে নিষিদ্ধ বস্তুমুক্ত নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০