নিজস্ব প্রতিবেদকঃ দুর্দান্ত ঢাকার অধিনায়কত্বে দেখা গেল তাসকিন আহমেদকে। বিপিএলে তাকে সহ-অধিনায়ক করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে নিজেদের সপ্তম ম্যাচে এসে নেতৃত্বে পরিবর্তন আনল ঢাকা। মোসাদ্দেক হোসেন সৈকত নয়, সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির হয়ে টস করতে নামেন পেসার তাসকিন।
তবে মিরপুরের হোম অব ক্রিকেটে সেই টসে হেরেছে দুর্দান্ত ঢাকা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স। যার ফলে আগে ব্যাট করতে নামবে তাসকিনের নেতৃত্বাধীন দুর্দান্ত ঢাকা।
মূলত নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত হাঁটুর চোটে ভুগছেন। যার ফলে খেলতে পারছেন না তিনি। তার পরিবর্তে সহ-অধিনায়ক তাসকিন এবার মূল অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, আরিফুল হক, হ্যারি টেক্টর, সামিত প্যাটেল, বেনি হাওয়েল, রেজাউর রহমান রাজা, নাঈম হাসান, রায়ান বার্ল ও তানজিম হাসান সাকিব।
দুর্দান্ত ঢাকা একাদশ
তাসকিন আহমেদ (অধিনায়ক), নাঈম শেখ, সাইফ হাসান, সাইম আইয়ূব, অ্যালেক্স রস, লাসিথ ক্রুসপল্লি, ইরফান শুক্কুর, সাব্বির হোসেন, শরিফুল ইসলাম, উসমান কাদির ও আরাফাত সানী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post