স্পোর্টস ডেস্ক:: আইপিএলে সময়টা ভালো যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসে। আবারো হারলো ডেভিড ওয়ার্নারের দল। মহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস ২৭ রানে দিল্লিকে হারিয়ে টেবিলের শীর্ষস্থানের লড়াই করছে।
আইপিএলে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে গুজরাট টাইন্স। তাদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। ধোনীর দলের ১২ ম্যাচে ১৫ পয়েন্ট।
আগে ব্যাট করা চেন্নাই সুপার কিংস ১৬৭ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটালস ১৪০ রানে থামে। ২৭ রানের জয় তুলে নেয় চেন্নাই।
ঘরের মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনী। আগে ব্যাট করতে নেমে তার দল ৮ উইকেটে ১৬৭ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেন শিবাম দুবে। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেছেন ঋতুরাজ। ২৩ রান করেছেন রাইডু। ২১ রান করে এসেছে অজিস্কা রাহানে ও রবীন্দ্র জাদেজার ব্যঅট থেকে।
দিল্লির হয়ে মিচেল মার্শ ৩টি ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট লাভ করেন।
১৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নামা দিল্লি চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৮ উইকেটে মাত্র ১৪০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন রাইলি রুশো। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন মানিষ পান্ডে। ২১ রান করেন অক্ষর প্যাটেল।
চেন্নাইয়ের হয়ে দীপক চাহার ২টি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০