স্পোর্টস ডেস্ক:: তামিম ইকবাল জাতীয় দলে নেই। তিন ফরম্যাটের একটিতেও খেলছেন না তিনি। তবুও ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমদের বৈঠকে উপস্থিত ছিলেন এই ক্রিকেটার।
ভারত সফরের জন্য ঘোষিত দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড প্রধান ফারুক আহমদ সাক্ষাৎ করেছেন। সেখানে নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে মুশফিকুর রহিমসহ অন্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
জাতীয় দলের ক্রিকেটার না হয়েও ওই বৈঠকে তামিমের উপস্থিতি নিয়ে নানা গুঞ্জন চলছে। তবে কি তামিম বোর্ডের কর্তা হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন? গুঞ্জন আছে বিসিবি পরিচালক হয়ে বোর্ডে আসছেন চট্টগ্রামের এই ক্রিকেটার।
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে বোর্ড প্রধান ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে তামিম ইকবাল উপস্থিত ছিলেন। তবে টিক কি কারণে জাতীয় দলের ক্রিকেটারদের বৈঠকে তামিম সেই প্রশ্নের উত্তর মেলেনি ক্রিকেট পাড়ায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০