নিজস্ব প্রতিবেদক:: ইনজুরি যেনো পিঁছু ছাড়ছে না তামিম ইকবালের। চোটের জন্য নিয়মিতই মিস করছেন জাতীয় দলের সিরিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ মিসের শঙ্কায় আছেন ওয়ানডে অধিনায়ক।
পিঠের ব্যথায় মিস করতে পারেন আফগানিস্তান সিরিজও। অনুশীলনে ফিরতেই ব্যথা বেড়ে গেছে। শনিবার জাতীয় দলের অনুশীলনে যোগ দেন তামিম ইকবাল। ওয়ার্ম-আপ করেছেন, ফিল্ডিংও করেছেন। কিন্তুু এরপর ব্যাটিংয়ে গিয়েই আর পারেননি। ব্যথার কাছে হার মানেন।
এমন অবস্থায় ১৪ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্টে তার খেলা নিয়ে শঙ্কা জেগেছে। তবে টিম ম্যানেজম্যান্ট এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। একদম শেষ মূহুর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।
বিসিবির মেডিকেল বিভাগও তার বিষয়ে সিদ্ধান্ত জানাবে ম্যাচ শুরুর আগের দিন। বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাকে ফিজিও-কোচরা দেখছেন। এখন ম্যাচের আগের দিন তার খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ’
আগামি ১৪ জুন থেকে শুরু হবে আফগান টেস্ট। চোটের জন্য নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানও নেই। তার বদলে টেস্টে এবার টাইগারদের নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। সাকিবের পর তামিমও ছিটকে পড়লে বাংলাদেশকে বেশ ভুগতে হবে আফগানদের বিপক্ষে এক মাত্র টেস্ট সিরিজে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post