স্পোর্টস ডেস্ক:: তিন শিরোপা জয়ের বছরেও লাভ দেখাতে পারেনি বার্সেলোনার পরিচালনা পর্ষদ। ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনা লা লিগা, কোপা ডেল’রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে। ঘরোয়া ফুটবলের এই তিন বড় শিরোপা বছরে ক্লাবটির নিট লোকসান হয়েছে ১ কোটি ৭০ লাখ ইউরো। বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৪২ কোটি টাকা।
অথচ এর আগের মৌসুমেও ক্লাবটি লাভ করে ৫০ লাখ ইউরো। বার্সেলোনার সবশেষ সাধারণ সভায় এসব তথ্য উঠে এসেছে। ২০২৩-২৪ মৌসুমে স্প্যানিশ জায়ান্টদের আয় ব্যয় ছিলো মাত্র ৯০ কোটি ইউরোর নিচে। সেই অবস্থায় লাভে ছিলো ক্লাবটি।
২০২৪-২৫ মৌসুমে তিন শিরোপা জিতে, ফর্মের তুঙ্গে ছিলো ক্লাবটি। বিজ্ঞাপনও ছিলো বেশ। তবুও লোকসান প্রায় আড়াইশ কোটি টাকা। ক্লাবের সাধারণ সভায় এসব তথ্য জানান বার্সেলোনার বিদায়ী সভাপতি হোয়ান লাপোর্তা। দ্বিতীয় মেয়াদ শেষ করেছেন তিনি।
লাপোর্তা বিদায়ী সভায় আয় ব্যায়ের হিসাব দেন। বার্সা রাজস্ব প্রায় ১০০ কোটি ইউরোর কাছাকাছি। সভায় জানানো হয়, খেলোয়াড়দের পেছনে ক্লাবের বেতন বাবদ ব্যয় বেড়েছে। যার কারণে ক্লাবটিকে শেষ পর্যন্ত লোকসান করতে হচ্ছে।
বিদায়ী সভাপতি আশা করছেন বার্সা খুব শীঘ্রই লাভের মুখ দেখবে। তার মতে ক্লাবের পারফরম্যান্স, লা মাসিয়া একাডেমির সাফল্য, আর নতুন স্পটিফাই ক্যাম্প ন্যু-এর নির্মাণ সব মিলিয়ে ক্লাব ঘুরে দাঁড়াবে। তিনি বলেন ‘অর্থনৈতিক দিক থেকে আমরা সব করেছি, যাতে সদস্যরাই ক্লাবের মালিক থাকেন। নিজের পকেট থেকে টাকা খরচ করতে হয়নি আমাদের। ঘরের মাঠে না খেলেও ৯৯ কোটি ৪০ লাখ ইউরো রাজস্ব—এটা নিঃসন্দেহে বড় সাফল্য। স্পনসরশিপ থেকে আমরা রেকর্ড ২৫ কোটি ৯০ লাখ ইউরো পেয়েছি, যা এসেছে আন্তর্জাতিক বাজারে আমাদের উপস্থিতি বাড়ানোর ফলে। লিগের নির্ধারিত ঋণ ৯ কোটি ইউরো কমাতে পেরেছি—এটাও ছোট সাফল্য নয়। আমরা ব্যয় নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
































