স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফররত দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশাল পূঁজি গড়েছে। প্রথম ওয়ানডে হারের পর দ্বিতীয় ম্যাচটি ব্যাট হাতে দারুণ করেছেন প্রোটিয়া ব্যাটাররা। বাংলাদেশ ইর্মাজিং দলকে ৩৩৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।
রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৩৩ রান তুলে। সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংস খেলেছেন দুই জন ব্যাটসম্যান। বাংলাদেশ ইর্মাজিং দলের বোলারদের শাসন করেছে প্রোটিয়ারা। তুলেছে ৩২৩ রান।
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ইস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টে ও মোগাকানের ব্যাটেই গড়ে বিশাল পূঁজি। ইনিংস সর্বোচ্চ ৯৬ রান করেন ডিয়ান ফরেস্টে ৫৯ বলে। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি থেকে দূরে থাকেন তিনি। দারুণ বিধ্বংসী ইনিংস খেলে থাকেন অপরাজিত। দ্বিতীয় সর্বোচ্চ ৯১ রান করেন ইস্টার হুইজেন। মাত্র নয় রানের জন্য মিস করেন সেঞ্চুরি। খেলেন ৯১ রানের নান্দনিক এক ইনিংস। ৬৮ বলের ইনিংসটি সাজিয়েছেন নয়টি চার ও তিনটি ছক্কায়। হাফ সেঞ্চুরি করেছেন মোগানেও। ৬৩ বলে করেছেন ৫৫ রান।
বাংলাদেশ ইর্মাজিং দলের হয়ে রিপন মণ্ডল, মারুফ মৃধা, মাহফুজুর রাব্বি দুটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০